কোচ নির্বাচনে মতামত দেওয়ার সম্পূর্ণ অধিকার রয়েছে কোহলির, বলছেন সৌরভ

ডোপ কাণ্ডে পৃথ্বী শ-র নির্বাসন নিয়ে মন্তব্য করতে চাননি সৌরভ

কোচ নির্বাচনে মতামত দেওয়ার সম্পূর্ণ অধিকার রয়েছে কোহলির, বলছেন সৌরভ

কলকাতা: কোচ নির্বাচনে মতামত দেওয়ার সম্পূর্ণ অধিকার রয়েছে বিরাট কোহলির। বলছেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা বোর্ডের উপদেষ্টা কমিটি (সিএসি)-র সদস্য সৌরভ গঙ্গোপাধ্যায়।

আগেরবার সৌরভ-সচিন তেন্ডুলকর-ভিভিএস লক্ষ্মণের কমিটির কোচ নির্বাচন নিয়ে জাতীয় ক্রিকেটমহলে ধুন্ধুমার বেধে গিয়েছিল। শোনা যায়, তখন রবি শাস্ত্রীকে কোচ হিসাবে দায়িত্বে রাখতে না চেয়েই সওয়াল করেছিলেন সৌরভ। এমনকী, সৌরভ বনাম শাস্ত্রী সরাসরি বাগযুদ্ধও বেধে গিয়েছিল। সেবারও স্পষ্ট হয়ে যায় যে, বিরাট নিজে কোচ হিসাবে শাস্ত্রীকেই চান।
ওয়েস্ট ইন্ডিজ সফরে রওনা হওয়ার আগে এবারও কোহলি জানিয়েছেন যে, কোচ হিসাবে শাস্ত্রীরই চুক্তির মেয়াদ বৃদ্ধি করা উচিত। সৌরভ বুধবার কোহলির মতামত প্রকাশ নিয়ে বলেছেন, ‘ও দলের অধিনায়ক। ওর মতামত দেওয়ার সম্পূর্ণ অধিকার রয়েছে।’

এবার কোচ নির্বাচনের দায়িত্বে কপিল দেব, অংশুমান গায়কোয়াড় ও শান্তা রঙ্গস্বামীকে নিয়ে গঠিত অ্যাড হক কমিটি। ডিসেম্বরে ভারতের মহিলা ক্রিকেট দলেরও কোচ বেছে নিয়েছিল যে কমিটি। গায়কোয়াড় বুধবারই জানিয়েছেন যে, কোহলি বা শাস্ত্রী কারও মতামতই গুরুত্ব পাবে না। তাঁরা কোচ নির্বাচন করবেন সম্পূর্ণ নিরপেক্ষভাবে। সৌরভ অবশ্য গায়কোয়াড়ের মন্তব্যের পরিপ্রেক্ষিতে কিছু বলতে চাননি। বলেছেন, ‘প্রত্যেকেরই চিন্তাভাবনার পরিসর আলাদা। এ নিয়ে কিছু বলব না।’

ডোপ কাণ্ডে পৃথ্বী শ-র নির্বাসন নিয়েও মন্তব্য করতে চাননি সৌরভ। বলেন, ‘কাফ সিরাপের অনেকরকম কম্পোজিশন থাকে। পৃথ্বী শ-র ক্ষেত্রে ঠিক কী হয়েছে জানি না। সত্যিটা ঠিক কী জানি না বলে মন্তব্য করা ঠিক হবে না।’

আইএফএ-র অনূর্ধ্ব ১৯ লিগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন সৌরভ। যে টুর্নামেন্টে মাঠের ঝামেলার জন্য ফাইনাল খেলা পণ্ড হয় ও ইস্টবেঙ্গল এবং মোহনবাগানকে যুগ্মজয়ী ঘোষণা করা হয়। সৌরভ অবশ্য বলছেন, ‘ম্যাচের ফলাফল হলেই ভাল হতো। সকলেই ম্যাচের ফলাফল দেখতেই মাঠে আসেন। তবে আইএফএ একটা সিদ্ধান্ত নিয়েছে আর সবাইকেই সেটা মানতে হবে।’

পড়েছে গুণমান, আইসিসি এলিট আম্পায়ার প্যানল থেকে বাদ সুন্দরম রবি, নতুন মরশুমে নেই কোনও ভারতীয়

রবি সম্পর্কে যে রিপোর্ট জমা পড়েছে, তাতে এই ভারতীয় আম্পায়ারের পারফরম্যান্স নিয়ে একাধিক প্রশ্ন রয়ে গিয়েছে।

পড়েছে গুণমান, আইসিসি এলিট আম্পায়ার প্যানল থেকে বাদ সুন্দরম রবি, নতুন মরশুমে নেই কোনও ভারতীয়

২০১৯-২০ মরশুমে আইসিসি এলিট আম্পাযারদের প্যানেলে নেই কোনও ভারতীয়।

মঙ্গলবারই এলিট আম্পায়ারের নতুন প্যানেলের ঘোষণা করেছে আইসিসি। গত মরশুমে ছিলেন ভারতের সুন্দরম রবি। এবছর তাঁকে এলিট প্যানেল থেকে ছাঁটাই করা হয়েছে। বদলে নতুন দুজনের ঠাঁই হয়েছে ওই প্যানেলে।
রবি সম্পর্কে যে রিপোর্ট জমা পড়েছে, তাতে এই ভারতীয় আম্পায়ারের পারফরম্যান্স নিয়ে একাধিক প্রশ্ন তোলা হয়েছে। অন-ফিল্ড হোক বা টিভি — বিভিন্ন অ্যাসাইনমেন্টে রবির আম্পায়ারিংয়ের গুণমান নিয়ে একাধিক নেতিবাচক রিপোর্ট জমা পড়েছে আইসিসি-র কাছে। বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থার সূত্রে জানা গিয়েছে, গত কয়েক বছরে ভারতীয় আম্পায়ারদের সার্বিক মান অনেকটাই পড়ে গিয়েছে।
৫৩ বছরের রবি অ্যাসেজ সহ ৩৩টি টেস্ট, ৪৮টি ওডিআই ও ১৮টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে আম্পায়ারের ভূমিকা পালন করেছেন। পাশাপাশি, একাধিক বিশ্বকাপ ও বিশ্ব টি-২০তেও তাঁকে ম্যাচ পরিচালনার ভূমিকায় দেখা গিয়েছে।
আইসিসি জেনারেল ম্যানেজার-ক্রিকেট জিওফ অ্যালারডাইস, প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকর ও দুই ম্যাচ রেফারি রঞ্জন মদুগল্লে এবং ডেভিড বুনকে নিয়ে গঠিত আম্পায়ার নির্বাচক কমিটি গতকাল যে প্যানেলের ঘোষণা করেছে তাতে জায়গা পেয়েছেন– আলীম দার, কুমার ধর্মসেনা, মারে এরাসমাস, ক্রিস গ্যাফানে, রিটার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটেলবরো, নাইজেল লং, ব্রুস অক্সেনফোর্ড, পল রাইফেল এবং রড টাকার। বাদ পড়েছেন সুন্দরম এবং অবসর নিয়েছেন ইয়ান গুল্ড। সেই জায়গায় ঢুকেছেন ইংল্যান্ডের মাইকেল গাফ ও ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন।

ভারতীয় ক্রিকেট দলের হেড কোচের পদে আবেদন লালচাঁদ রাজপুতের

হেড কোচ, ব্যাটিং কোচ, বোলিং কোচ ও ফিল্ডিং কোচের পদের জন্য আবেদনপত্র চেয়েছে বিসিসিআই।

By: Web Desk, ABP Ananda
ভারতীয় ক্রিকেট দলের হেড কোচের পদে আবেদন লালচাঁদ রাজপুতের

বিরাট কোহলিদের হেড কোচের চাকরির পদে এবার আবেদন করলেন প্রাক্তন ম্যানেজার লালচাঁদ রাজপুত।

বর্তমানে রাজপুত জিম্বাবোয়ে দলের কোচের দায়িত্বে রয়েছেন। সরকারি হস্তক্ষেপের জন্য সেদেশের ক্রিকেট সংস্থাকে সম্প্রতি নির্বাসিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। এরপরই, দেশের ক্রিকেট দলের হেড কোচের পদের জন্য আবেদন করার সিদ্ধান্ত নেন রাজপুত।
২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় উদ্বোধনী টি-২০ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের ম্যানেজার ছিলেন রাজপুত। জানা গিয়েছে, কানাডা যাওয়ার পথে দুবাই বিমানবন্দর থেকে ভারতীয় ক্রিকেট বোর্ডের উদ্দেশ্যে ই-মেলের মাধ্যমে নিজের আবেদনপত্র পাঠিয়ে দেন রাজপুত।
প্রসঙ্গত হেড কোচ, ব্যাটিং কোচ, বোলিং কোচ ও ফিল্ডিং কোচের পদের জন্য আবেদনপত্র চেয়েছে বিসিসিআই। জিম্বাবোয়ে ছাড়াও আফগানিস্তান জাতীয় দল ও অসমের রঞ্জি দলেও কোচের ভূমিকা পালন করেছেন রাজপুত। পাশাপাশি, মুম্বই লিগের একটি দলের দায়িত্বেও দুবছরের জন্য ছিলেন মুম্বই দলের এই প্রাক্তন ওপেনিং ব্যাটসম্যান।
এদিকে, রাজপুতের এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন, হেড কোচের দায়িত্ব না পেলেও, তাকে যদি ব্যাটিং কোচও করা হয়, তাতেও তিনি রাজি বলে বোর্ডকে তাঁর পাঠানো ই-মেলে জানিয়েছেন তিনি।
বর্তমান হেড কোচ রবি শাস্ত্রীর মেয়াদ ৪৫-দিনের জন্য বৃদ্ধি করা হয়েছে। একইসঙ্গে মেয়াদ বাড়ানো হয়েছে বাকি সাপোর্টিং স্টাফদেরও।
ভারতীয় দলের নতুন কোচিং স্টাফদের নির্বাচন করবে বোর্ডের ক্রিকেট অ্যাডভাইসরি কমিটি। ওই কমিটিতে রয়েছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব, প্রাক্তন হেড কোচ অংশুমান গায়কোয়াড় এবং সান্তা রঙ্গস্বামী।

ডোপ টেস্টে ব্যর্থ পৃথ্বী শ-কে আট মাসের জন্য সাসপেন্ড করল বিসিসিআই

ডোপ পরীক্ষায় ব্যর্থ হওয়ায় প্রতিশ্রতিমান ওপেনার পৃথ্বী শ-কে আট মাসের জন্য সব ধরনের প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে সাসপেন্ড করল বিসিসিআই। ১৯ বছরের পৃথ্বী ২০১৮ তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি টেস্ট ম্যাচ খেলেছিলেন। অস্ট্রেলিয়া সিরিজের দলে থাকলেও চোটের জন্য দেশে ফিরে আসতে হয়েছিল তাঁকে।

By: ABP Ananda webdesk
ডোপ টেস্টে ব্যর্থ পৃথ্বী শ-কে আট মাসের জন্য সাসপেন্ড করল বিসিসিআই

ডোপ পরীক্ষায় ব্যর্থ হওয়ায় প্রতিশ্রতিমান ওপেনার পৃথ্বী শ-কে আট মাসের জন্য সব ধরনের প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে সাসপেন্ড করল বিসিসিআই। ১৯ বছরের পৃথ্বী ২০১৮ তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি টেস্ট ম্যাচ খেলেছিলেন। অস্ট্রেলিয়া সিরিজের দলে থাকলেও চোটের জন্য দেশে ফিরে আসতে হয়েছিল তাঁকে। বর্তমানে কোমরের চোটের জন্য রিহ্যাব চলছে তাঁর। সৈয়দ মুস্তাক আলি টি ২০ টুর্নামেন্ট চলাকালে ডোপ পরীক্ষায় তাঁর মূত্রের নমুনায় নিষিদ্ধ বস্তু টারবুটালাইন পাওয়া যায়।
পৃথ্বী ছাড়াও আরও দুই ঘরোয়া ক্রিকেটের খেলোয়াড়- বিদর্ভের অক্ষয় দুলারওয়ার ও রাজস্থানের দিব্যা গজরাজও ক্রিকেট বোর্ডের ডোপিং-বিরোধী বিধি লঙ্ঘন করেছেন।
বিসিসিআই এক বিবৃতিতে জানানো হয়েছে, মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত পৃথ্বীকে ডোপিং বিধি লঙ্ঘনের জন্য সাসপেন্ড করা হয়েছে। অসাবধানতাবশতঃ তিনি একটি নিষিদ্ধ সামগ্রী খেয়ে ফেলেছিলেন। ওই সামগ্রী সাধারণত কাফ সিরাপে থাকে।
১৬ মার্চ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত পৃথ্বীর সাসপেনশনের মেয়াদ। এরফলে তাঁর ঘরের মাঠে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে দলে থাকার সম্ভাবনা থাকল না।

Design a site like this with WordPress.com
Get started