শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩-০ হার, অধিনায়ক তামিমকে বিশ্রামের পরমর্শ ডেপুটি শাকিবের

শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁর পারফর্ম্যান্স আরও খারাপ। তিন ইনিংসে তামিমের সংগ্রহ ২১ (০, ১৯, ২)।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩-০ হার, অধিনায়ক তামিমকে বিশ্রামের পরমর্শ ডেপুটি শাকিবের

২০১৯ বিশ্বকাপের পর প্রথম বিদেশ সফরে লজ্জাজনক হার বাংলাদেশের। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচে তিনটিতেই হেরেছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম ম্যাচে ৯১ রানে হার। দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে হার। আর তৃতীয় ম্যাচে ১২২ রানে হার। কলোম্বোর প্রেমেদাসা স্টেডিয়ামে টাইগারদের এই হতশ্রী হারের পর অধিনায়ককে বিশ্রামের পরামর্শ দিলেন তাঁরই এক সতীর্থ। ঢাকা ফিরে বাংলাদেশের তারকা অলরাউন্ডার তথা দলের সহ-অধিনায়ক শাকিব আল হাসান অধিনায়ক তামিমকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন।

ইংল্যান্ডেও তামিম সেভাবে ফর্মে ছিলেন না। গোটা প্রতিযোগিতায় ২৩৫ রান করেন তামিম, যার মধ্যে রয়েছে স্রেফ একটি অর্ধশতরান। গড় ছিল ২৯.৩৭। শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁর পারফর্ম্যান্স আরও খারাপ। তিন ইনিংসে তামিমের সংগ্রহ ২১ (০, ১৯, ২)।

শাকিবের পরামর্শ, তামিমের উচিত কয়েকদিনের জন্য ক্রিকেট থেকে বিশ্রাম নেওয়া। সাংবাদিকদের শাকিব বলেন, “আমার মনে হয় ওঁর (তামিম ইকবাল) উচিত কয়েকদিন বিশ্রাম নিয়ে ফিরে আসা। আমি আশাবাদী ও দারুণভাবে কামব্যাক করবে।” যদিও শেষ ম্যাচে ১২২ রানে হারার পর, নেতিবাচক সমালোচনার জবাব দিয়ে তামিম ইকবাল পাল্টা ঐক্যবদ্ধভাবে থাকার বার্তা দিয়েছেন।

বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রানের (সব ফরম্যাট মিলিয়ে) অধিকারী তামিম ইকবাল। ওয়ান ডে, টি-টোয়েন্টি ও টেস্ট মিলিয়ে ১২ হাজারের ওপরে আন্তর্জাতিক রান রয়েছে এই বাঁ হাতি তারকার। তাঁর ঝুলিতে রয়েছে মোট ২১টি শতরান। সতীর্থের পাশে দাঁড়িয়েই শাকিব রোটেশন পদ্ধতি কার্যকর করার বিষয়েও সওয়াল করেছেন। একজন ক্রিকেটার ক্লান্ত থাকলে, তাঁর পক্ষে নিজের সেরাটা দেওয়া কঠিন হয়, মত সাকিবের। একই সঙ্গে ভারতের রোটেশন পদ্ধতিকে উদাহরণ হিসেবে তুলে ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্দেশে তাঁর বার্তা, ক্রিকেটারদের ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হলে একদিকে খেলোয়াড় যেমন বিশ্রামও পায় তেমনই সবাইকে সুযোগও দেওয়া যায়।

প্রসঙ্গত, আগামী সেপ্টেম্বরেই দেশের মাটিতে আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করবে বাংলাদেশ। ওই সিরিজে তামিমকে বিশ্রাম দেওয়ার কথা ভাবা হলেও খেলার কথা রয়েছে ইনফর্ম ক্রিকেটার শাকিব।

Published by RD SPORTS

ALL TYPES OF SPORTS NEWS UPDATE AVAILABLE FOR THIS SITE

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started