আর চারটি ছক্কা মারলেই গেইলের রেকর্ড ভাঙবেন রোহিত

আগামীকাল শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টি ২০ ম্যাচ খেলতে নামবে ভারত। এই ম্যাচে ভারতের হিট ম্যান রোহিত শর্মার সামনে একটি নয়া রেকর্ডের হাতছানি। আর চারটি ওভারবাউন্ডারি হাঁকাতে পারলেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের রেকর্ড ভাঙবেন তিনি।

আর চারটি ছক্কা মারলেই গেইলের রেকর্ড ভাঙবেন রোহিত

আগামীকাল শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টি ২০ ম্যাচ খেলতে নামবে ভারত। এই ম্যাচে ভারতের ‘হিট ম্যান’ রোহিত শর্মার সামনে একটি নয়া রেকর্ডের হাতছানি। আর চারটি ওভারবাউন্ডারি হাঁকাতে পারলেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের রেকর্ড ভাঙবেন তিনি। গেইলকে টপকে টি ২০ আন্তর্জাতিকে সর্বাধিক ছক্কার রেকর্ডের মালিক হবেন রোহিত।

এখনও পর্যন্ত ৯৪ টি ২০ ম্যাচে রোহিতের ছক্কার সংখ্যা ১০২। এই তালিকায় সবার আগে রয়েছেন একমাত্র জামাইকার বিগ হিটার। ৫৮ ম্যাচে তাঁর মোট ওভারবাউন্ডারি ১০৫। গেইলের পরেই রয়েছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপ্টিল ( ৭৬ ম্যাচে ১০৩)।

রোহিত শনিবারের ম্যাচে খেললেও গেইল খেলার সুযোগ পাবেন না। কারণ, তিন ম্যাচের এই টি ২০ সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলে নেই গেইল। তবে এরপর একদিনের সিরিজে ক্যারিবিয়ান দলে দেখা যাবে বাঁহাতি ওপেনারকে।

Published by RD SPORTS

ALL TYPES OF SPORTS NEWS UPDATE AVAILABLE FOR THIS SITE

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started